Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

এমপি লিটন হত্যা: ঘটনাস্থল পরিদর্শন ডিআইজির

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১১:১৯ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার পর রংপুর পুলিশ রেঞ্জের বিভাগীয় কমিশনার (ডিআইজি) খন্দকার ফারুক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) রাতে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে এমপি লিটনের বাড়িতে যান ডিআইজি।
এ সময় তিনি লিটনের গুলিবিদ্ধ হওয়ার ঘর পরিদর্শন করেন। তিনি সেখানে পড়ে থাকা গুলির খোসা, পানের বাটা ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত দেখেন।
এছাড়া তিনি গুলির ঘটনা দেখা এমপি লিটনের বাড়ির উঠানে ক্রিকেট খেলতে থাকা বার বছর বয়সের শিশুসহ ঘরের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
ঘটনাস্থলে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আশরাফুল আলম, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ও সুন্দরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ