Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লী কবি জসীম উদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী আজ

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : পয়লা জানুয়ারি পল্লীকবি জসীম উদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী। ১৯০৩ সালের এই দিনে ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। প্রতি বছরই কবির জন্মদিন উপলক্ষে পল্লীকবির বাড়ির আঙিনায় কুমার নদীর পাড়ে পক্ষকালব্যাপী জসীম পল্লীমেলার আয়োজন করা হয়। তবে এ বছর আগামী ১৩ জানুয়ারি থেকে এ মেলা শুরু হবে বলে জানিয়েছে জসীম উদ্দীন ফাউন্ডেশন।
তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায়, লতায় পাতায় উদাসী বনের বায়......এমনি আবহমান গ্রামবাংলাকে উপজীব্য করে কবিতা লিখে কবি জসীম উদ্দীন গণমানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। রাখালি, সোজন বাদিয়ার ঘাট, নকশীকাঁথার মাঠ, আসমানীসহ অসংখ্য হৃদয়স্পর্শী লেখা আজো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আর তাই প্রতিনিয়ত হৃদয়ের টানেই মানুষ ছুটে আসে কবির বাড়ি অম্বিকাপুরের গোবিন্দপুরে। সেখানে কবির স্মৃতিকে খুঁজে ফেরেন দর্শনার্থীরা। দর্শনার্থীরা মনে করেন, কবির বাড়িটি ঘিরে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা প্রয়োজন। কবির সহজ ও সাবলীল লেখায় গুণমুগ্ধ শিশুরা। আর অবিভাবকরা মনে করেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কবিকে পৌঁছে দিতে উদ্যোগ নেয়া প্রয়োজন। এদিকে কবির স্মৃতি রক্ষায় একটি সংগ্রহশালা নির্মাণ হলেও তা খুলে দেয়া হচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পল্লী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ