Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক ও সংবাদপত্র নিরলসভাবে জনগণের কাজ করে যাচ্ছে- মাওলানা কবি রুহুল আমিন খান

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সব সময় সময় দেশ ও জনগণের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সাংবাদিক ভাইদের সততার সাথে দায়িত্ব পালন করা একান্ত কর্তব্য। দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের সুরমা নিউজ টুয়েন্টিফোর ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপরোক্ত কথাগুলো বলেন। সুরমা নিউজ কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এফ আলী ফয়েজ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখর উদ্দিন চেয়ারম্যান । এ সময় দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খানকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান, প্রেসক্লাবের সহসভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন আনা, ইনকিলাব সাংবাদিক ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শামীম আহমদ, দফতর সম্পাদক মো: কয়েছ মিয়া, নুরুল ইসলাম, সুরমা নিউজের প্রকাশক সাহেল আহমদ প্রমুখ।



 

Show all comments
  • সাইফ ১ জানুয়ারি, ২০১৭, ১০:৫৭ এএম says : 0
    আল্লাহ তাদের এই সৎ প্রচেষ্টাকে আপনি কবুল করুন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ