Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিগত বছর জুড়ে লাশ ও হত্যা নিত্যসঙ্গী ছিল নারায়ণগঞ্জবাসীর

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে ক্যালেন্ডারের পাতা থেকে দেখতে দেখতে চলে গেলো একটি বছর। গেলো বছরটিতে নারায়ণগঞ্জে ঘটে গেছে নানা ঘটনা, দুর্ঘটনা। ১২ মাসে আনুপাতিক হারে প্রতিমাসেই হত্যা, লাশ উদ্ধার, আত্মহত্যা, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যু ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে।
পুরো জানুয়ারি মাসজুড়ে ঘটেছে ৯টি হত্যাকা-, যার মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইলের আলোচিত পাঁচ খুন সংযুক্ত। এ মাসে আত্মহত্যা করেছে দুজন, এই দুজনই ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করে। সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে মোট ৯টি, সারা মাসে জেলাজুড়ে ৯টি পৃথক অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে বিপুল অংকের ক্ষয়ক্ষতি হয়।
ফেব্রুয়ারিতে পৃথক নয়টি স্থানে অগ্নিকা-, তিনটি হত্যাকা-, নয়টি লাশ উদ্ধার, সাতটি আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত, নদীতে ট্রলার ডুবিতে সাতজন নিহত, চারটি ধর্ষণ, গণপিটুনিতে চারজন নিহতসহ আরো বারোজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। আগুনে দগ্ধ হয়েছে দুজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে দুজন।
আলোচিত-সমালোচিত ছিল ২০১৬ সালের মার্চ মাসটি। স্বাধীনতার এ মাসে পৃথক পাঁচটি স্থানে অগ্নিকা-, চারটি হত্যাকা-, নয়টি লাশ উদ্ধার, চারটি আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় দশজন নিহত, তিনটি ধর্ষণসহ আরো আটজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
২০১৬ সালের এপ্রিল মাসটি বাঙালির সবচেয়ে বড় উৎসব ছিল বাংলা নববর্ষ। এ উৎসবের মাসেও পাওয়া যায়নি সেই জৌঁলুস, ছিলনা প্রাণচাঞ্চল্য। সকলের মাঝেই কেমন জানি চাপা আতংক কাজ করেছে। রাজনৈতিক অস্থিরতা, উৎসব, অপহরণ, ধর্ষণ, হত্যা, সাফল্য ও দুর্ঘটনাসহ নানা ধরনের ঘটনাবলি দিয়ে সাজানো ছিল মাসটি।
বাংলা বছরের শুরুর মাসে পৃথক তিনটি স্থানে অগ্নিকা-, দুটি হত্যাকা-, তিনটি লাশ উদ্ধার, পাঁচটি আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় আটজন নিহত, নৌকাডুবিতে দুজন, অগ্নিদগ্ধ হয়ে তিনজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন, তিনটি ধর্ষণসহ আরো দশজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
মে মাসে পৃথক আটটি হত্যাকা-, দুটি স্থানে অগ্নিকা-, সাতটি লাশ উদ্ধার, তিনটি আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় তেরজন নিহত, নৌকাডুবিতে একজন, অগ্নিদগ্ধ হয়েছে সাতজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জন, নয়টি ধর্ষণসহ আরো নয়জনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
জুন মাসে পৃথক দশটি হত্যাকা-, একটি স্থানে অগ্নিকা-, দুটি লাশ উদ্ধার, ছয়টি আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত, নৌকাডুবিতে একজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন, একটি ধর্ষণসহ আরো সাতজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
জুলাই মাসে পৃথক দশটি হত্যাকা-, তিনটি স্থানে অগ্নিকা-, আটটি লাশ উদ্ধার, আটটি আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় আটজন নিহত, নৌকাডুবিতে একজন, বিদ্যুৎúৃষ্ট হয়ে একজন, একটি ধর্ষণসহ আরো নয়জনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
আগস্ট মাসে একটি হত্যাকা-, দুটি স্থানে অগ্নিকা-, এগারোটি লাশ উদ্ধার, দুটি আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় বারোজন নিহত, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন, তিনটি ধর্ষণসহ আরো পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
সেপ্টেম্বর মাসে পৃথক ছয়টি হত্যাকা-, একটি স্থানে অগ্নিকা-, সাতটি লাশ উদ্ধার, একটি আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত, অগ্নিদগ্ধ হয়েছে তিনজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন, তিনটি ধর্ষণসহ আরো দুইজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
অক্টোবর মাসে পৃথক তিনটি হত্যাকা-, পাঁচটি লাশ উদ্ধার, ছয়টি আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় আটজন নিহত, বিদ্যুস্পৃষ্ট হয়েছে চারজন, দুটি ধর্ষণসহ আরো দশজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।  
নভেম্বর মাসে পৃথক আটটি হত্যাকা-, দুটি স্থানে অগ্নিকা-, চারটি লাশ উদ্ধার, তিনটি আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, গণপিটুনীতে একজন ডাকাত, অগ্নিদগ্ধ হয়েছে দুইজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন, নয়টি ধর্ষণসহ আরো দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ডিসেম্বর মাসে পৃথক দুটি হত্যাকা-, একটি স্থানে অগ্নিকা-, দুটি লাশ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন, একটি ধর্ষণসহ আরো একজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। সবমিলিয়ে ২০১৬ সালে নারায়ণগঞ্জবাসীর জন্য তেমন সুসংবাদ না থাকলেও নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা ২০১৭ সাল সবার জন্য বয়ে আনুক অনাবিল, সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ