Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটিভির ৬ ঘণ্টা সম্প্রচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) ৬ ঘণ্টা স¤প্রচারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (শনিবার) দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে আমরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। ১৯৭৫ সালের সেই কালো অধ্যায় যদি রচনা না হতো, তাহলে আরও ২০ বছর আগেই দেশের উন্নয়ন হতো। বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ ২১ বছর পর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এরপর থেকে দেশের উন্নয়ন শুরু হয়। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর দেড় ঘন্টা স¤প্রচারের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এখন ২০ বছর পর এসে আবারও আওয়ামী লীগ সরকার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ৬ ঘন্টা স¤প্রচারের উদ্বোধন করলো।
প্রধানমন্ত্রী বলেন, দেশে ৩২টি টিভি চ্যানেলের অনুমোদন রয়েছে, ২৩টি চ্যানেল স¤প্রচারে রয়েছে। বাংলাদেশ টেলিভিশনকে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আধুনিকায়ন করা হয়েছে। বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসিকে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) আধুনিকায়ন করা হয়েছে এবং নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আধুনিক বিশ্ব এখন প্রযুক্তির। সবদিকে লাভ নয় সেবার দিকে নজর রেখে কাজ করা হচ্ছে। পরে গণভবন থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ৬ ঘন্টা স¤প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এর আগে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র একটি ভিডিও চিত্র উপস্থাপন করে। উদ্বোধনকালে গণভবনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ও বাঙালি সংস্কৃতিকে ধারণ করে বাংলাদেশ টেলিভিশন কাজ করছে। বিটিভি শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, জনসচেতনতার মাধ্যম হিসেবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র সংস্কার ও আধুনিকায়নের জন্য ৩৮ কোটি টাকা বরাদ্দ পায়। বিজয়ের এ মাসে সংস্কার ও আধুনিকায়ন শেষে প্রধানমন্ত্রীর মাধ্যমে ৬ ঘন্টা স¤প্রচারে যাচ্ছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। এখন থেকে চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স¤প্রচারিত হবে।
এদিকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছাড়াও সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদ, পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ সুপার নুরে আলম মিনা, র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম মনোজ সেনগুপ্ত প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ