রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের নয়াদিয়াড়ীতে গত শুক্রবার দিনভর পুলিশের বিশেষ অভিযানে ৮টি ককটেলসহ ৪ জনকে আটক করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল জানান, গত রোববার রাতে ওই এলাকায় এক ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় সৃষ্ট দু’পক্ষের উত্তেজনার প্রেক্ষিতে পুলিশ শুক্রবার দিনভর অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা হুমায়ুন রেজার বাড়ী থেকে ৩টি, তুফানের বাড়ী থেকে ২টি ও বর্তমান ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন ম-লের ছোট ভাই মতিউর রহমানের ছেলে দেলওয়ার হোসেন ইভেনের বাড়ী থেকে ৩টি ককটেল উদ্ধার করে। এ সময় উভয়পক্ষের ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- আ.লীগ নেতা হুমায়ুন রেজার ছেলে শামিম রেজা (৩০), কুরান আলীর ছেলে উলাউদ্দিন (৪৫), মৃত তাহের উদ্দিনের ছেলে দেলখুশ (৫৫) ও মৃত হাজী ইয়াকুব আলীর ছেলে আলাউদ্দিন (৫৫)। অভিযানে নেতৃত্ব দেয়া গোমস্তাপুর সার্কেলের এএসপি এটিএম মাইনুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ চলে আসা দু’পক্ষের বিরোধের কারণে নতুন করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, গত রোববার রাতে ওই এলাকায় সহোদরকে মারধরের সংবাদ শুনে আয়েশউদ্দিন মন্ডলের ছেলে গুলজার (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এ ঘটনায় মৃতের পিতা বাদী হয়ে গত বুধবার রাতে গোমস্তাপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করেছে। এরপর থেকে ওই এলাকায় দু’পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।