Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত দফা দাবিতে অবস্থান ধর্মঘট

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাটের শরণখোলায় সংখ্যালঘু সম্প্রদায়ের সাত দফা দাবিতে ২ ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা সদর রায়েন্দা বাজারের কেন্দ্রীয় মন্দির সংলগ্ন সড়কে অনুষ্ঠিত ধর্মঘট চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুখ রঞ্জন কর্মকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, হিন্দু মহাজোটের আহ্বায়ক নির্মল বিশ্বাস, সদস্য সচিব তাপস ভৌমিক, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের ধানসাগর ইউনিয়ন শাখার সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক তপু বিশ্বাস, হিন্দু মহাজোটের ধানসাগর ইউনিয়ন শাখার সদস্য সচিব সরানন সিকদার, পূজা উদযাপন পরিষদের ধানসাগর ইউনিয়ন শাখার সভাপতি মিলন হালদার, বগী-চালিতাবুনিয়া হরি মন্দির কমিটির সভাপতি সুশিল হালদার প্রমুখ।   
বেড়িবাঁধের আওতায় আনার দাবি
শরণখোলার দক্ষিণ ও উত্তর রাজাপুর এলাকার চরাঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠীকে নির্মাণাধীন নতুন টেকসই বাঁধের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সামবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ইউপি সদস্য রুহুল আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাতি আসাদুজ্জামান মিলন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম কালাম, ইউপি সদস্য রুহুল আমিন, আলেয়া বেগম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ