রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সোনাইমুড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সবাবেশ গতকাল শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানিজিং কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার বেবী। বিদ্যালয় সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, বিদ্যালয় সহ-সভাপতি সঞ্জয় চক্রবর্তী, সদস্য রুস্তম আলী খোকন, তাসলিমা আক্তার তানিয়া, প্রবাসী ব্যবসায়ী নোমান সিদ্দিকী, ব্যবসায়ী ওসমান আলী সরকারসহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রী। উল্লেখ্য, সদ্য প্রকাশিত সমাপনী পরীক্ষায় বিদ্যালয়টি উপজেলার শীর্ষ স্থান দখল করে। এই বিদ্যালয় থেকে ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৩ জন এ+ সহ শতভাগ পাস করে। সমাবেশে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।