বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে জুয়েল মৃধা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইছাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, চাঁন মিয়া সরদার, সবুজ সরদার, রিয়াদ সরদার, আবুল তালেব ও মাফিয়া পারভীন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা জানান, আধিপত্য নিয়ে এনায়েতনগরের রশিদ খাঁর ছেলেদের সাথে একই এলাকার জুয়েলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে স্থানীয় বাজারে জুয়েল আসলে বোমা ফাটিয়ে তাকে ধাওয়া করে রশিদ খাঁর ছেলেরা। পরে পাশের একটি বাগানে নিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।