Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

দিনাজপুরের নাবাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১১:১৩ এএম

হিলি সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নৈশ কোচ ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ টি পরিবহনের সামনের দিকটা দুমরে মুচরে পড়ে ঘটনাস্থলে ২ জন চালক এবং ১ জন নৈশ কোচ যাত্রী ঘটনা স্থলে নিহত হয়। আহত হন আরও ১৪/১৫ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক।

আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁ গামী নৈশ কোচ বাবলু এন্টারপ্রাইজ ও পঞ্চগড় থেকে ঢাকাগামী বালুভর্তি ট্রাক নবাবগঞ্জ উপজেলার রতনা দিঘী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পতিত হয়।
প্রত্যক্ষ ও এলাকাবাসী জানায়, দুর্ঘটনার পর তারা ট্রাক চালক ঝিনাইদহ জেলার বলরামপুর গ্রামের ঝন্টু মিয়া (৪০) ও নৈশ কোচ চালক বগুড়া’র নজরুল ইসলাম (৫৪) এবং একজন কোচ যাত্রী নরসিংদী জেলার দেবব্রত সাহার মৃত দেহ উদ্ধার করেছেন।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ