Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়া ট্রলার ডুবে ৫ জনের মৃত্যু

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১১:০৯ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে ইঞ্জিন চালিত ট্রলার ডুবিতে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে কাপাসিয়ার তারাগঞ্জ এইচ এন স্কুল এন্ড কলেজে কনসার্ট দেখতে আসার সময় ট্রলার ডুবে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতোলা এলাকার ৩০/৩৫ জন ছেলে-মেয়ে একটি ট্রলার করে গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সন্ধ্যায় কাপাসিয়ার তারাগঞ্জ এইচ এন স্কুল এন্ড কলেজে আসার সময় গানের শব্দে নাচা-নাচি করতে ছিল। এসময় হঠাৎ ট্রলারটি ডুবে যায়। অন্যরা পাড়ে উঠতে পারলেও ৫ জনকে মৃত অবস্থায় ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে। মৃতরা হলো নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতোলা গ্রামের বাবুলের পুত্র আতিক(২৫), তারা মিয়ার পুত্র আব্দুল কাইয়ুম(২৮), মধ্যনগর গ্রামের ননী খানের পুত্র তাজিম খান(২১), মালিনগর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে কুহিনূর(২৭) ও লাকপুর গ্রামের হাসেন আলীর পুত্র আশু মিয়া(৪৫)। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ