প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০ বছর আগে থেকে চলমান এক বিবাদ মীমাংসার কথা জানালেন নন্দিত পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং অভিনেতা টম ক্রুজ। ২০০৫ সালে এক সঙ্গে ‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’-এ কাজ করার পর থেকে তারা বলতে গেলে মুখ চাওয়া চাওয়ি থেকেই বিরত ছিলন এতদিন। সম্প্রতি অস্কার লাঞ্চে তাদের বিবাদের অবসান ঘটে। এই মধ্যাহ্নভোজে স্পিলবার্গ ক্রুজের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এর প্রশংসা করেন এবং বলেন, আপনি হলিউডকে বাঁচিয়েছেন এবং সম্ভবত থিয়েটারে ফিল্ম পরিবেশনার ধারাকেই রক্ষা করেছেন। ‘টপ গান: ম্যাভেরিক’ দেড় বিলিয়ন ডলার আয় করেছে এবং কোভিডের অচলাবস্থার পর হলে চলচ্চিত্র প্রদর্শনের ধারাটিকে এককভাবে পুনরায় জাগরণ করেছে। ২০০৫ সালে ‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’ মুক্তির সময় অপরা শোতে ক্রুজ নিয়ন্ত্রণহীন হয়ে পড়া এবং কেটি হোমসের সঙ্গে তার রোমান্সের কথা প্রকাশ করেন এবং স্পিলবার্গ তা স্বাভাবিকভাবে নিতে পারেননি এবং সেসব নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। তারপর থেকে তার বাতচিত বন্ধ রাখেন। স্পিলবার্গের ধারণা ক্রুজের কারণে ফিল্মটি ৩০ মিলিয়ন ডলার গচ্চা দেয়, কিন্তু এরপরও ফিল্মটি ৬০০ মিলিয়ন ডলার আয় করেছিল। স্পিলবার্গ জানান, ক্রুজের সেই অনুষ্ঠানে ‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’-এর প্রচারণার কথা ছিল যা তিনি করেননি। এরপরও ব্রুক শিল্ডস অ্যান্টি ডিপ্রেসেন্ট সেবন করেন এমন কথা বললে তাও স্পিলবার্গ ঠিকমত নিতে পারেননি। শিল্ডস সন্তান জন্মোত্তর বিষণ্নতা কাটাবার জন্য সেই ওষুধ সেবন করতেন। সায়েন্টোলজি মতের অনুসারী বলে ক্রুজ এমন ওষুধ সেবনের বিরোধী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।