Inqilab Logo

শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবন ১৪৩১, ২০ মুহাররম ১৪৪৬ হিজরী

হিন্দি সিনেমা চালাতে না দিলে প্রদর্শক সমিতির হল বন্ধের হুমকি

রিয়েল তন্ময় | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

আমদানির মাধ্যমে হিন্দি সিনেমা চালাতে না দিলে সিনেমা হল বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গত শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হুমকি দেন সংগঠনটির নেতারা। হিন্দি সিনেমা আমদানির বিষয়ে সরকারের যথাযথ সিদ্ধান্ত চেয়ে নেতারা প্রশ্ন রেখে বলেন, হল যদি না চলে, হল যদি বন্ধ হয়ে যায়, দেশের সিনেমা চালাবে কোথায়? সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস সরকারের সিদ্ধান্তহীনতায় ক্ষোভ জানিয়ে বলেন, হিন্দি সিনেমা না চালাতে দিলে এখন আর হল চালু রাখার আর কোনো বাস্তব যুক্তি খুঁজে পাচ্ছি না। হল বন্ধ করে দেয়াই শ্রেয় বলে মনে করি। তিনি বলেন, সব বাধা অপসারিত হওয়ার পরও আমদানির অনুমতি দেয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা ‘না’ সূচক মনোভাবের পরিচায়ক। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সাধারণ স¤পাদক ও লায়নস প্রেক্ষাগৃহের মালিক মির্জা আব্দুল খালেক দাবি করেন, ভবিষ্যতে বাংলা সিনেমা টিকিয়ে রাখতে বর্তমানে সিনেমা আমদানির বিকল্প নেই। তিনি বলেন, ঈদে বড় ছবি আসছে, ভালো ছবি আসছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, একটা ছবিও পুঁজি তুলে আনতে পারবে না। কারণ, পুঁজি তুলে আনার মতো জায়গা নাই। বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি, ২০ লাখ টাকা দিয়ে সিনেমা বানালেও সেই টাকা তুলে আনার মতো জায়গা নাই। নেতারা বলেন, চার বছর আগেও সিনেমা হলের সংখ্যা ছিল ২৪০। এখন নিয়মিত চালু হলের সংখ্যা মাত্র ৪০টি। দেশের সিনমা হল সব গোডাউন হয়ে যাচ্ছে। তাদের দাবি, ভালো সিনেমা তৈরি হচ্ছে না বলেই এসব হল বন্ধ হয়ে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ