Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ মার্চ জয় বাংলা কনসার্ট

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

আগামী ৮ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। করোনা মহামারির কারণে দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্ট। প্রতিবছর ৭ মার্চ কনসার্টটি অনুষ্ঠিত হলেও পবিত্র শবে বরাতের কারণে একদিন পিছিয়ে ৮ মার্চ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়। এবারের কনসার্টে মোট ৯টি ব্যান্ড পারফর্ম করবে। এর মধ্যে রয়েছে আর্টসেল, ক্রিপটিক ফেইট, চিরকুট, নেমেসিস, লালন, আরেকটা রক ব্যান্ড মেঘদল, অ্যাভয়েড রাফা ও কার্নিভ্যাল। বরাবরের মত এবারও কনসার্ট দেখতে কোনো টিকেট লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ইয়াং বাংলার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ঢুকতে হবে। উল্লেখ্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে ২০১৫ সাল থেকে তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা এই আয়োজন করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ