Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃণমূল নেতাকে বিয়ে করছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

বলিউডের পাশাপাশি টলিপাড়াতেও বিয়ের হিড়িক। চলতি বছরের শুরু থেকেই বলিউডে বিয়ের মেজাজ। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় বিয়ে নিয়ে এখনও উত্তাল সোশ্যাল মিডিয়া। তার মধ্যেই দীর্ঘদিনের প্রেমিক সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমদকে একেবারে চুপিসারেই বিয়ে করে সবাইকে চমকে দিলেন বলিউডের অন্যতম অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁদের হঠাৎ বিয়ের কারণে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্বরা-ফাহাদ। যাই হোক, বলিউডের পাশাপাশি পিছিয়ে নেই টলিউডও। গত মাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় বাংলা টেলিভিশন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়, এছাড়াও দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন টলিপাড়ার বাহামণি, সুদীপ্তা চক্রবর্তী। এছাড়াও ভালোবাসা দিবসে গাঁটছড়া বাঁধলেন রূপসা। সুতরাং টলিপাড়াতেও বিয়ের সাজ সাজ রব। এবার এই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নাম। আগামী মে মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি পরিবারের বউ হচ্ছেন সুদীপ্তা। কারণ তাঁর হবু স্বামীর পাশাপাশি শ্বশুরবাড়ির সকলে আদ্যোপান্ত রাজনীতির সঙ্গে যুক্ত। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীকে বিয়ে করছেন অভিনেত্রী। প্রায় তিন বছরের সম্পর্ক তাঁদের। অবশেষে মে মাসে চার হাত এক হবে। বিয়ে প্রসঙ্গে সুদীপ্তা এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানান, এখন রাত ২টা পর্যন্ত শুধু বিয়ের আলোচনাই চলছে। এমনকি তাঁর বাড়ি থেকেও তাঁর শ্বশুরবাড়িতে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। সায়েন্স সিটির পিছনে বসবে তাঁদের বিয়ের আসর। বৌভাত হবে নিকোপার্কে। বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা সবই থাকছে মেনুতে। বৌভাতে নিমন্ত্রিতর সংখ্যা প্রায় আড়াই হাজার। কিন্তু বিয়ের তারিখটা শ্রমিক দিবসের দিন, আগামী ১মে। ২০২১ সালেই বিয়ে হওয়ার কথা ছিল সৌম্য আর সুদীপ্তার। কিন্তু করোনার ভয়াবহতার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে ২০২৩-এর ১ মে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। আপাতত দু’জনের মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই। বর্তমানে সুদীপ্তা অভিনয় করছেন ‘সোহাগ জল’ সিরিয়ালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ