Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে সরকারি ওষুধ

আবুল হাসান সোহেল, মাদারীপুর থেকে | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে সরকারি ওষুধ। মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ বিপুল পরিমাণ সরকারি ওষুধ। ইউনিয়নের দুর্গাবদী শ্রীনদি সড়কের কাঁঠালের ব্রিজসংলগ্ন দারাদিয়া এলাকার সড়কের পাশে গত বৃহস্পতিবার থেকে এসব ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।
সড়কের পাশে ওষুধ পড়ে থাকার ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর মধ্যে গতকাল রাতেই কে বা কারা সেখান থেকে বেশ কিছু ওষুধ সরিয়ে ফেলে। এখনো সেখানে অসংখ্য ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ওষুধগুলোর মধ্যে কিছু ওষুধের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে।
নুহু খন্দকার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি গতকাল গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দু’জন লোক আমাকে বলল রাস্তার পাশে খাদে অনেক ওষুধ পড়ে রয়েছে। তবে আবার যখন আসলাম, দেখলাম অনেক ওষুধ নিয়ে গেছে। আমরা জানি না, ওষুধগুলো কোথা থেকে কীভাবে এসেছে বা কারা নিয়ে গেছে।’
ইয়াসির মুন্সি নামে গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘আমরা রাস্তার ঢালে নেমে দেখেছি এবং ওপরেও দেখেছি অনেক সরকারি ওষুধ আছে। এগুলো কোথা থেকে এসেছে, জানি না।’ সরকারের সম্পত্তি লেখা রয়েছে ওষুধের বক্সে হয়তো বা হাসপাতালের ওষুধ হতে পারে।
রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল বলেন, ‘এতগুলো ওষুধ একসঙ্গে রাস্তার পাশে পড়ে থাকা, ভাবনার বিষয়। কারণ, এতগুলো ওষুধ একটি কমিউনিটি ক্লিনিক কখনোই একবারে পায় না। ওষুধগুলো কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে, তা তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ