রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীর কালুখালীতে স্ত্রী রোজিনা আক্তারকে শ^াসরোধে হত্যার দায়ে স্বামী হযরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাংশা উপজেলার দক্ষিণ কাচারীপাড়া (ডাঙ্গীয়াপাড়া) গ্রামের মৃত সন্তোষ শেখের ছেলে।
কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, গত বছরের ২৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কাউন্নাইর গ্রামে রোজিনা আক্তার (৪১) কে শ^াসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। সকালে তার ছেলে ডাকাডাকি করে। ডাকাডাকিতে সাড়া না দেয়াতে গায়ে ধাক্কা দেয়। এসময় রোজিনা মারা গেছে বুঝতে পেরে চিৎকার দেয়। সবাই ঘরে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর থেকে হযরত আলী পলাতক ছিল।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, এ ঘটনায় কালুখালী থানায় গত ২৫ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়ে গত শনিবার কালুখালী থানার এসআই মো. এলাহি মিয়া, এসআই বিনয় সরকার সঙ্গীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘাতক হযরত আলীকে গ্রেফতার করা হয়। তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়। আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।