Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফেজ ছাত্রদের দস্তারবন্দি

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

পটুয়াখালীর বাদুরাহাট দারুল উলূম কওমি মাদরাসার ১৩ জন হাফেজ ছাত্রদের দস্তারবনদী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনগত রাতে জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া বরিশাল মাদরাসার মুহাদ্দিস মাওলানা সানাউল্লাহ মাহমুদীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বয়ান করেন টিকাটুলি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মহিউদ্দিন আশরাফ। বিশেষ অতিথির ওয়াজ করেন জামিয়া ইসলামিয়া মাহমুদিযা মাদরাসা বরিশালের প্রধান মুফতি সানাউল্লাহ, বড় জামে মসজিদ পটুয়াখালীর ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ, সিনিয়র শিক্ষক বাদুরাহাট দারুল উলূম কওমি মাদরাসা পটুয়াখালীর হাফেজ মাওলানা নুরুল আলম বিন হুসাইন। ওয়াজ মাহফিলে মাদরাসার পরিচালক মইনুল ইসলাম খোকন মাহফিলে উপস্থিত আলেম-ওলামাদের নিয়ে হাফেজ ছাত্রদের দস্তারবনদী উপলক্ষে পাগড়ি পড়িয়ে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ