বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন-অগ্রগতির সকল সূচকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি -জামায়াত জোট দেশ বিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই দলের নেতাকর্মীদের এসব অপতৎপরতা বিরুদ্ধে ঐক্যবব্ধ থাকতে হবে। আজকে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে মিথ্যাচার করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাই আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি আমাদেরকেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তৃণমূলে পৌঁছে দিতে হবে। আজকে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের আরেক নাম বাংলাদেশ। কৃষি ও খাদ্য উৎপাদনে ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন দৃশ্যমান। এসব উন্নয়নে বিএনপি-জামায়াতের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা দেশব্যাপী নৌরাজ্য চালাচ্ছে।
রোববার বিকেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে চান্দিনা মোকামবাড়ী শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত শান্তি সমাবেশে এসব কথা বলেন নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন সিআইপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. নূরুল ইসলাম তুহিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, কেরনখাল ইউপি আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ।
শান্তি সমাবেশের আগে উপজেলা সদরের বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর থেকে শান্তি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শান্তি মিছিলে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নির্মল দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক, শ্রম বিষয়ক সম্পাদক কাউন্সিলর আবদুর রব, সদস্য ও চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, সহ-সভাপতি কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, হাজী শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুস ছালাম কাউন্সিলর, মো. মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান মো. ইমাম হোসেন সরকার, মো. খোরশেদ আলম, একেএম মামুনুর রশিদ আবু, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, উপজেলা তাঁতীলীগ সভাপতি মো. আবদুল হালিম মেম্বার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।