Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। গত শুক্রবার দুপুর ১২টার দিকে শররণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির ইসমাইলের ছিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক জেলেরা হলেন শরণখোলার সাউথখালী ইউনিয়নের মধ্য সোনাতলা গ্রামের কাঞ্চন মল্লিকের ছেলে আসাদুল মল্লিক, সেলিম মল্লিকের ছেলে মিরাজুল মল্লিক ও মৃত কাওছার মুন্সির ছেলে নাঈম মুন্সি। এসময় একই গ্রামের জাকির মল্লিক নামে তাদের সঙ্গী এক জেলে পালিয়ে যান। তার বাবার নাম আমির মল্লিক। এদের কাছ থেকে এক প্যাকেট কীটনাশক, একটি ডিঙি নৌকা এবং একটি মাছ ধরা ভেসাল জাল জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, বনরক্ষীরা নিয়মিত টহলকালে ইসমাইলের ছিলা এলাকা থেকে তিন জেলেকে আটক করেন। এসময় এক জেলে পালিয়ে যান। এসও আসাদুজ্জামান জানান, জেলে নামধারী এই অসাধু ব্যক্তিরা পাস না করেই গোপনে বনে প্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরছিলেন। পলাতক ব্যক্তিসহ চার জনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে ধরার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ