রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুরে ভলান্টিয়ার, স্কাউট, শিক্ষক, ইমাম, পুরোহিত, গ্রামপুলিশ এবং ইউনিয়ন সমাজকর্মীদের নিয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদাক পাচার রোধে করণীয় বিষয়ক সচেনতামূলক কর্মশালা গতকাল শনিবার সকালে উপজেলা হলরুমে ২০২০-২১ অর্থবছর (৫ম পর্যায়ে) এক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তার বাস্তবায়নে এ কর্মশালা উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু ও উপজেলা সমাজসেবা অফিসার তাপশ রায়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল কর্মশালার পরিকল্পনা, আলোচনা ও ভিডিও প্রদর্শন, অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নোত্তরসহ সার্বিক বিষয়ে প্রশিক্ষনের দায়িত্ব পালন করেন। কর্মশালায় অলোচনা, বাল্যবিবাহ নিরোধ আইন, নারী-শিশু নির্যাতন রোধে করণীয়, মাদক কি, আফিম, হেরোইন, ফেন্সিডিল, কোকেন, মরফিন, পেথিডিন এর ক্ষতিকর দিকসমূহ, মাদকদ্রব্য বন্ধে করণীয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ উৎপাদন, বহন, স্থানান্তর, পরিবহন, আমদানী এবং রপ্তানি করার অপরাধ সম্পর্কে সচেতনতা ও ইভটিজিং, বাল্য-বিবাহ, যৌন হয়রানি রোধ সুরক্ষা সেবা প্রদান এবং বিভিন্ন সরকারি নম্বর পরিচিতি ও সুরক্ষা সেবা পাওয়ার পন্থা, কোর্স মূলায়ন ও সমাপনীর ওপরে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।