Inqilab Logo

বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

সখিপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

টাঙ্গাইলের সখীপুরে মোবাইলে বিয়ে হওয়া এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, নার্গিস আক্তার (১৯), পিতা. মো. বাচ্চু মিয়া, গ্রাম- বৈলারপুর, ডাকঘর : ইন্দারজানি, থানা সখিপুর, জেলাঃ টাঙ্গাইল-এর সাথে প্রতিবেশী মো. জিন্নাত আলীর ছেলে প্রবাসী মো. শহিদুল ইসলাম (২১)’র সাথে এক মাস আগে মোবাইলের মাধ্যমে কাবিন মূলে বিয়ে। এক সপ্তাহ আগে নার্গিস আক্তার শ্বশুর বাড়িতে যায়। গতকাল সকাল ৮ ঘটিকার দিকে নার্গিস আক্তারের পিতা বাচ্চু মিয়া জানতে পারেন যে, তার মেয়ে নার্গিস শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সেখানে গিয়ে বাচ্চু মিয়া তার মেয়ের লাশ ফাঁস লটকানো অবস্থায় দেখতে পায়। এই মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে প্রেরণ করেছে। সখিপুর থানার এসআই আব্দুল মতিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাংগাইল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ