Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় শাবনূর ও পূর্ণিমার সাক্ষাৎ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

সম্প্রতি অস্ট্রেলিয়া স্বামী-সন্তান নিয়ে ঘুরতে গিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সিডনিতে বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর। সেখানে এই দুই তারকা দেখা করেন। একজন আরেকজনের সাথে দেখা করতে পেরে আবেগে আপ্লুত হয়েছেন। এরপর ভক্তদের সঙ্গে ফেসবুক লাইভে এসে আড্ডা দেন। দীর্ঘদিন পর সামনাসামনি সাক্ষাতে প্রাণ খোলা আড্ডায় একে অপরকে প্রশংসায় পঞ্চমুখ হন তারা। আড্ডার মাঝে শাবনূরের জনপ্রিয়তা ও অভিনয়গুণ নিয়ে ভক্তদের উদ্দেশে মজার এক ঘটনা শোনান পূর্ণিমা। পূর্ণিমা বলেন, আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আপু তখন সুপারডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিনা এবং কোনো ছবির ধারে কাছে যেতে পারছি না। যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন তারা বলতেন কী এক্সপ্রেশন দাও, শাবনূরের মতো করো। শাবনূরকে নকল করো। শাবনূরকে কপি করো। সবাই বলছে যে, শাবনূরের এক্সপ্রেশন দেখছ? ওর চোখ কথা বলে ঠোট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তখন বলতাম জি,¡ জ্বি, আমি এক কোণায় বসে কান্না করতাম। অন্যদিকে, পূর্ণিমার অভিনয়গুণ ও উপস্থাপনার প্রশংসা করেন শাবনূর। সেই সঙ্গে দীর্ঘদিন পর পূর্ণিমার সঙ্গে দেখা হওয়ায় আপ্লুত হয়ে শাবনূর বলেন, পূর্ণিমাকে দেখে আমি আবেগে আপ্লুত। আমার চোখ দিয়ে পানি চলে এসেছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখে খুব ভালো লাগছে। শাবনূর বলেন, অনেকেই মনে করে আমাদের দুজনের স¤পর্ক দা-কুমড়ার মতো। আসলে কিন্তু তা নয়। আপনাদের ভুল ধারণা, আমাদের দুজনের কিন্তু দা-কুমড়ার স¤পর্ক না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ