বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর আত্রাইয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭২৮ নং ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেণটির যান্ত্রিক ত্রুটির কারনে অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রীর প্রাণ। ট্রেনটি পুরাতন স্টেশনে দাঁড় করিয়ে প্রায় ২ ঘন্টা যাবত মেরামতের পর ছেড়ে দেয়া হয়।
জানা যায়, শনিবার চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭২৮ নং ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেন শান্তাহার থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর ট্রেনের একটি বগিতে ঝক্কর ঝক্কর শব্দ শুরু হয়। এ সময় ওই বগিসহ ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কোন রকমে ট্রেনটি আত্রাই পুরাতন স্টেশনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়া হয়।
কর্তব্যরত স্টেশন মাস্টার ইসরাফিল সরকার বলেন, ওই ট্রেনের ৭৩১৫ নং কোচের স্প্রিং ভেঙে গিয়েছিল। যার জন্য ট্রেন চালানো সম্ভব না হওয়ায় এ স্টেশনে দাঁড় করিয়ে মেরামত করা হয়। পরে প্রায় ২ ঘন্টা পর ২.৫৮ মিনিটে আত্রাই থেকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।