Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরুখের বাংলোতে অনুপ্রবেশ করা দুই যুবকের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১১:০৪ এএম

আলিয়া ভাটের গোপন মুহূর্ত লেন্সবন্দি করা নিয়ে শোরগোলের মধ্যেই বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলোয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মান্নাতের ম্যানেজার দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বৃহস্পতিবার (২ মার্চ) পুলিশের হাতে তুলে দিয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে নিরাপত্তারক্ষীরা জানান, বুধবার রাতে প্রাচীর টপকে মান্নাতের ভেতরে ঢুকে লুকিয়েছিলেন ওই দুই ব্যক্তি। তবে শাহরুখ ‘জওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত থাকায় সেই রাতে বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার ভোরবেলা বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন শাহরুখ। তার পরই মান্নাতের মধ্যে লুকিয়ে থাকা ওই দুই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।

শাহরুখের ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের শাহরুখ-ভক্ত হিসাবে পরিচয় দেন। মান্নাতের পেছন দিকের প্রাচীর টপকে তারা ভেতরে ঢুকেছিলেন। তাদের ধরে ফেলা হলেও কাকুতি-মিনতি করতে থাকেন শাহরুখের সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য। তবে না বলে তারকার বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে তাদের আটক করেছে পুলিশ। তবে এ বিষয়ে শাহরুখ এখনো মুখ খোলেননি।

এদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। সিনেমটি বিশ্বজুড়ে ১০০০ কোটি রুপি আয় করেছে এ পর্যন্ত। অ্যাকশনে ভরপুর সিনেমাতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। শাহরুখ এখন তার আসন্ন সিনেমা ‘জওয়ান’ এবং ‘ডানকি’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ