Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় গণপূর্ত বিভাগের ব্যাপক অবকাঠামো নির্মাণ

১৪ বছরে ৩৫৬ কোটি ৭০ লাখ টাকার উন্নয়ন

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

গত ১৪ বছরে নওগাঁ জেলায় গণপূর্ত বিভাগ ৩৫৬ কোটি ৭০ লাখ টাকার বেশি ব্যয়ে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানিয়েছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হওয়ায় বিভিন্ন সরকারি পরিসেবার দফতরগুলোর অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের ফলে সুষ্ঠু পারিপার্শ্বিকতা সৃষ্টি হয়েছে। যার ফলে এসব প্রতিষ্ঠানে সেবা গ্রহণকারী এবং সেবা প্রদানকারী উভয়ের স্ব স্ব ক্ষেত্রে অধিক আগ্রহের সৃষ্টি হয়েছে। গণপূর্ত বিভাগের দাপ্তরিক সূত্র মতে নওগাঁ জেলায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (৬ষ্ঠ পর্ব) শীর্ষক প্রকল্পের আওতায় জেলার ৯টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হয়েছে। এই ৯টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার টাকা। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (৬ষ্ঠ পর্ব, ১ম সংশোধনী) প্রকল্প-এর আওতায় মোট ১৪ কোটি ৯৪ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে ৭টি উপজেলা সদরে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ন ৭৮টি উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় ১টি এবং দেশের গুরুত্বপূর্ণ উপজেলাসদর/স্থানে ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় ৩টি প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হয়েছে ১৩ কোটি ৮৩ লাখ টাকা। মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় জেলা সদরে ১টি ও পৃথক ১১টি উপজেলা সদরে ১১টিসহ মোট ১২টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই ১২টি মডেল মসজিদ নির্মাণে মোট ব্যয় হয়েছে ১৫৪ কোটি ৭৫ লাখ টাকা। জেলার পতœীতলা উপজেলা সদরে নির্মাণ করা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক কেন্দ্র। এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৭ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার টাকা। জেলায় মোট ৯৮ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে তিনটি উপজেলায় নির্মাণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত পৃথক ৩টি কবরস্থান। নওগাঁ জেলা সদরে অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় ৭ তলা বিশিষ্ট ভবন এবং অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে সর্বমোট ব্যয় হয়েছে ৪৪ কোটি ১৩ লাখ ৯৬ হাজার টাকা। ৪ কোটি টাকা ব্যয়ে নওগাঁ সার্কিট হাউজের উর্ধমুখী সম্প্রসারন, ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে মহিলা পুলিশ ব্যারাক, ৩ কোটি ৬২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৬তলা ভিত্তির উপর দ্বিতল বিশিষ্ট মহিলা পুলিশ ব্যারাক, ১ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের অফিস ভবন, ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের অফিস ভবন, ৩ কোটি ১৩ লাখ ২৭ হাজার টাকাস ব্যয়ে নিয়ামতপুর থানাধীন ৬ তলা ভিতের উপর ৩তলা (টাইপ-২) শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ, ৯ কোটি ৪৪ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভিতের উপর ৪ তলা বিশিষ্ট ধামইরহাট থানা ভবন নির্মাণ (সিভিল, স্যানিটারী ও বৈদ্যুতিককাজসহ), ৪ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভিতের উপর মহাদেবপুর থানা ভবনের ৩য় ও ৪র্থ তলা নির্মাণ (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক কাজসহ), ৪ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ৬তলা ভিতের ওপর পতœীতলা থানা ভবনের ৩য় ও ৪র্থ তলা নির্মাণ (সিভিল স্যানিটারী ও বৈদ্যুতিক কাজসহ), ১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভিতের ওপর ২তলা বিশিষ্ট পতœীতলা থানার অফিসার্স ইনচার্জ-এর কোয়ার্টার নির্মাণ, ১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভিতের উপর ২ তলা বিশিষ্ট ধামইরহাট থানার অফিসার্স ইনচার্জ কোয়ার্টারনির্মাণ, ২ কোটি ৬১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে ধামইরহাট থানা কম্পাউন্ডে ৬ তলা ভিতের উপর ৪ তলা জুনিয়ার অফিসার্স ডরমেটোরী নির্মাণ, ২ কোটি ৬১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভিতের উপর পতœীতলা থানা কম্পাউন্ডে ৪ তলা বিশিষ্ট জুনিয়র অফিসার্স ডরমেটোরী নির্মাণ, ২ কোটি ৬৮ লাখ ৫৬ টাকা ব্যয়ে ধামইরহাট থানা কম্পাউন্ডে ৬ তলা ভিতের উপর ৪তলা স্টুডিও এ্যাপার্টমেন্ট নির্মাণ, ৪ কোটি ৭১ লাখ ৯০হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভিতের উপর ২ তলা বিশিষ্ট মহাদেবপুর থানা ভবন নির্মাণ, ১০০ থানা ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ৫ কোটি ৮০ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে নিয়ামতপুর থানা ভবন, ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নওগাঁ পুলিশ লাইন্সে ৩০০ ফোর্স ব্যারাক নির্মাণ, ১০ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নওগাঁ জজ কোর্টের উর্ধমূখী সম্প্রসারন কাজ, ৫ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে বদলগাছি’র পাহাড়পুর পুলিশ ফাঁড়ি নির্মাণ কাজ, ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৪০ টিটিসি নির্মাণ প্রকল্পের আওতায় রানীনগর টিটিসি’র প্রিন্সিপাল কোয়ার্টার নির্মাণ, ৩ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে রানীনগর টিটিসি’র ডরমেটোরী নির্মাণ এবং ১০ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে রানীনগর টিটিসি’র একাডেমীক ভবন নির্মাণ, ৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে রানীনগর উপজেলায় টিটিসি’র বাউন্ডারী ওয়াল নির্মাণ। বিভিন্ন জেলায় ৩০টি টিটিসি স্থাপন প্রকল্পের আওতায় নওগাঁ জেলা সদরে নওগাঁ কারিগরি প্রশিক্ষণ ক্রেন্দ্রনির্মাণ করা হয়। এতে মোট ব্যয় হয়েছে ১২ কোটি ৬৬ লাখ ১ হাজার টাকা। সারাদেশে ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের আওতায় ২ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে নওগাঁ জেলা সদরে আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ করা হয়েছে। ৫ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে নওগাঁ জেলা সদরে জেলা রেজিস্টারের অফিস ভবন নির্মাণ করা হয়েছে। জেলা সার্বার স্টেশন নির্মাণ করা হয়েছে যাতে মোট ব্যয় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৪৯ হাজার টাকা। দেশের ২০টি জেলায় জেলা রজিস্ট্রার ও ৬৩ উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিস নির্মাণ শীর্ষক প্রকল্পে আওতায় ৬৪ লাখ ৬৯ হাজার টাকায় সাপাহার উপজেলা সদরে সাব-রেজিস্ট্রার অফিস ভবন নির্মিত হয়েছে। জেলার বদলগাছি উপজেলা সদরে কৃষি আবহাওয়া পর্যবেক্ষন অফিস ও ডরমেটরী ভবন নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৩ লাখ ৭১ হাজার টাকা। এ ছাড়াও এ সময় মহাদেবপুর উপজেলা সদরে ১ কোটি ২১ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসসহ প্রয়োজনীয় অবকাঠামো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ