রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য ও নিজের দায়ের করা ১৪৪ ধারা ভঙ্গ করে অন্যের জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণ করতে ব্যস্ত হয়ে পড়েছে জিন্নাত আলী নামে প্রভাবশালী এক মিষ্টি বিক্রেতা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, মৃত শামছদ্দিনের ছেলে রবিউল ইসলাম গংদের ক্রয় সূত্রে ৩৫৮৩ ও ৩৫৮১ দাগের ৩২ শতক জমির মধ্যে ৩০ শতক জমি দীর্ঘদিন ধরে তারা নিজেরা ভোগদখল করে আসছে। যা এসএ এবং আর খতিয়নভুক্ত। বাকি ২ শতক জমি দখল সূত্রে প্রতিবেশী মৃত আজাহার ম-লের ছেলে মিষ্টি বিক্রেতা জিন্নাত আলী গংদের দখলে থাকা অবস্থায় এসএ খতিয়ানভুক্ত না হলেও আরএস খতিয়ানভুক্ত হয়। পরে ওই ২ শতক জমির মধ্যে জিন্নাত আলীর ভাই আতাহার আলী প্রতিপক্ষ রবিউল ইসলামের ভাই সামাজুল ইসলামের কাছে দশমিক ৬৭ শতাংশ জমি বিক্রয় করেন। ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য জিন্নাত আলী আবারও অন্যের প্ররোচনায় রবিউল ইসলাম গংদের নামীয় ৩০ শতক জমির মধ্যে ১২ শতক জমি তাদের দাবি করে আদালতে মামলা করলে আদালত তা খারিজ করে দেন। এরপরও জিন্নাত আলী আবারও আদালতের স্মরণাপন্ন হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করে। এলাকার প্রভাবশালী ও দাঙ্গাবাজ জিন্নাত আলী আদালতের নির্দেশ অমান্য করে এবং নিজের দায়ের করা ১৪৪ ধারা আইন ভঙ্গ করে জোরপূর্বক রবিউল ইসলাম গংদের জমি দখল করে বাড়ি নির্মাণ করতে থাকে। বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে অবগত করা হলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি বজায় রাখতে জিন্নাত আলীকে বাড়ি নির্মাণ বন্ধের নির্দেশ দেন। পুলিশের এ আচরনে ক্ষুব্ধ হয়ে এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পেরে জিন্নাত আলী প্রতিপক্ষ রবিউল ইসলামের নামে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়। যা আদৌ সত্য নয় বলে এলাকাবাসীর দাবি। এনিয়ে যে কোন মুহূর্তে জিন্নাত আলী গংরা প্রতিপক্ষ রবিউল ইসলাম গংদের ওপর হামলা চালাতে পারে বলে তারা চরম শঙ্কা ও নিরাপত্তাহীনতায় রয়েছে। তাই বিষয়টি নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন রবিউল ইসলামসহ এলাকাবাসী। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় সেখানে পুলিশ পাঠিয়ে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।