Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক আসনের বিপরীতে শিক্ষার্থী ২৮ জন

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ে গতকাল শুক্রবার ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় ছাড়াও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। তিনটি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট এক হাজার ৭২৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। যদিও ভর্তি পরীক্ষার অংশ গ্রহনের জন্য এবারই প্রথমবারের মতো অনলাইনে আবেদন করেছিল ১ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। এবারে সরকারি কারিগরি মহাবিদ্যালয়ে ভর্তি সুযোগ পাবে মাত্র ৬০ জন শিক্ষার্থী। সে হিসাবে একটি আসনের বিপরীতে ২৮ জন জনেরও বেশি শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেয়। জানা যায়, উপজেলার সরকারি এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে আদরের সন্তানদের ভর্তি করাতে সব সময় উদগ্রীব থাকেন অভিভাবকরা। আর আসন সংখ্যা সীমিত হওয়ায় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ জানান, সরকারি সব রকম নিদের্শনা মেনে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা গ্রহন করা হয়েছে। অভিভাবকদের সকলেরই সবচেয়ে বেশি আগ্রহ ও লক্ষ্য থাকে সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের দিকে। ফলে এখানে প্রতি বছরই ভর্তি পরীক্ষা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ