Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋতুপর্ণার একটি বদঅভ্যাসের কথা ফাঁস করলেন সুদীপা

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম এভারগ্রিন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, তবুও গ্ল্যামারে হার মানাতে পারেন একাধিক তরুণ অভিনেত্রীদেরও। অজ¯্র সুপারহিট চলচ্চিত্র রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। নব্বই দশকের গোড়ার দিকেই উত্থান ঋতুপর্ণার। সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন একাধিক ব্লকবাস্টার। বলা চলে, বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি তাঁদের হাত ধরেই। শুধু বাংলাতেই নয়, ঋতুপর্ণার প্রসার সুদূর বলিউডেও। একাধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা, কখনও প্রধান চরিত্রে আবার কখনও পার্শ্ব চরিত্রে। উভয় ক্ষেত্রেই তাঁর অভিনয়ের জুড়ি মেলা ভার। আজও সমানভাবে অভিনয় চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গতবছরেই মুক্তি পেয়েছে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিটি, বাঙালির কাছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আজও ইমোশন। যাই হোক, সব মানুষেরই কিছু ভালো গুন আছে আবার কিছু খারাপ গুন। এক্ষেত্রে তারকারাও ব্যতিক্রম নয়। তাঁদেরও খারাপ অভ্যাস রয়েছে, মাঝে মধ্যেই তা সংবাদমাধ্যমের দ্বারা বেরিয়ে আসে। এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের একটি খারাপ অভ্যাসের কথা প্রকাশ্যে আনলেন সুদীপা চট্টোপাধ্যায়। যদিও বহু সাক্ষাৎকারে নায়িকার জীবনের বিভিন্ন প্রচ্ছদ উঠে এসেছে। কিন্তু সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্তের যে বদভ্যাসের কথা জানালেন সুদীপা, তা এতদিন পর্দার আড়ালেই ছিল। এবার নায়িকার সেই গোপন কথা সকলের সামনে আনলেন সুদীপা চট্টোপাধ্যায়। বিগত ৫ বছর আগে সম্প্রচারিত শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’-শোয়ে একবার অতিথি হিসাবে এসেছিলেন সুদীপা চট্টোপাধ্যায় এবং অম্বরীশ ভট্টাচার্য। সেখানে এসেই ঋতুপর্ণার গোপন কথা ফাঁস করেছিলেন সুদীপা। তাঁর স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বহু ছবিতে চিত্রনাট্য লিখেছেন সুদীপা। যে ছবির নায়িকা ছিলেন ঋতুপর্ণা। একবার স্বামীর ছবির চিত্রনাট্য শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিলেন ঋতুপর্ণা। একদিকে সুদীপা চিত্রনাট্য শোনাচ্ছিলেন। অন্যদিকে ঋতুপর্ণা ঘুমে ঢলে পড়ছিলেন। যদিও পরে তা ম্যানেজ করে নিত ঋতুপর্ণা। সবটাই মজার ছলে ভাগ করে নেন সুদীপা। পরে অবশ্য তিনি বলেন, ঋতুপর্ণা যেন তাঁর এই কথায় কোনও ভাবেই রাগ না করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ