Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আলাদিন’ সিকুয়েলের সম্ভাবনার কথা জানালেন গাই রিচি

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

১৯৯২সালে ডিজনির ব্যানারে জন মাস্কার এবং রন ক্লিমেন্টের পরিচালনায় এনিমেটেড ‘আলাদিন’ মুক্তি পায়। গানের এবং উপস্থাপনায় ব্যাপক প্রশংসা অর্জন করে ফিল্মটি। ফিল্মটি সাফল্যের ধারা অনুসরণ করে একাধিক সিকুয়েল এবং টিভি সিরিজ নির্মিত হয়, তবে সেগুলো তেমন প্রশংসা বা সাফল্য পায়নি। ২০১৯ সালে ডিজনির ব্যানারে প্রায় মূল ফিল্মের মত করে ব্রিটিশ পরিচালক গাই রিচির নির্দেশনায় নির্মিত লাইভ অ্যাকশন ‘আলাদিন’ মুক্তি পায়। মূল ফিল্মের সাফল্যকে ছাড়িয়ে গিয়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে ফিল্মটি। সম্প্রতি কলাইডারের সঙ্গে এক সাক্ষাতকারে পরিচালক গাই রিচি ‘আলাদিন’-এর সিকুয়েলের সম্ভাবনা সম্পর্কে তার মত জানিয়েছেন। তিনি ডিজনির সঙ্গে তার কাজের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন বিষয়টি তিনি বিবেচনা করছেন, তবে সেজন্য অপেক্ষা করতে হবে। তবে তিনি ফিল্মটির একটি সিকুয়েল হলে খুশি মনেই তা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি খুব আনন্দের সঙ্গেই সিকুয়েল পরিচালনা করব। তাদের সঙ্গে কাজ কতটা উপভোগ করেছি তা বলার অপেক্ষা রাখে না, দারুণ অভিজ্ঞতা হয়েছে। এই ডিজনি খুব পেশাদার একটি প্রতিষ্ঠান। এই দৃষ্টিভঙ্গিতে সেটি ছিল উপভোগ্য অভিজ্ঞতা। আমি অবশ্যই তাদের সঙ্গে আবার কাজ করতে চাই। তবে এজন্য অপেক্ষা করতে হবে। আমরা কিছু আইডিয়া নিয়ে এরই মধ্যে আলোচনা করেছি। দারুণ হবে এই কাজ করলে, তাদের সঙ্গে কাজ করতে ভালই লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ