রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা উত্তর সংবাদদাতা : জেলার তিতাস উপজেলায় মুক্তিপণের জন্য স্কুলছাত্র হৃদয়ের হত্যাকারীদের ফাঁসি এবং লাশ উদ্ধারের দাবিতে কাফনের কাপড় পড়ে ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বাতাকান্দি সরকার সাহেব আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও অভিভাবক হৃদয় হত্যার লাশ উদ্ধার ও খুনিদের ফাঁসির দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা-হোমনা সড়কের বাতকান্দিতে এ অবরোধ করেন। বাতাকান্দি সরকার সাহেব আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ সরকারের নেতৃত্বে কয়েক হাজার ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের নিয়ে ঢাকা-হোমনা সড়কের বাতাকান্দি বাজারের নিকট রাস্তার দুই পার্শ্বে শান্তিপূর্ণ ভাবে মানবন্ধন করেন। এসময় হৃদয়ের সহপাঠিরা তাদের বন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন এবং বন্ধুর লাশ ছাড়া ঘরে ফিরবেনা বলে শ্লোগান দেয়। পরে উত্তেজিত শিক্ষার্থীরা হৃদয়ের লাশ উদ্ধার এবং খুনীদের ফাঁসির দাবীতে ঢাকা-হোমনা সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধর খবর পেয়ে উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থলে আসেন। প্রশাসনের উধর্বতন কর্মকর্তাগণ স্কুল ছাত্র হৃদয়কে হত্যাকারীকে দ্রুত বিচারের আওয়াতা আনা হবে বলে আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। পরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ভিশন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাকির হোসেন সওদাগর, নিহতের মামাতো ভাই মো. নজরুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।