Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাদিয়ার চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : দশ বছরের চঞ্চল কিশোরী সাদিয়া। বন্ধুরা যখন দলবেঁধে স্কুলে যাচ্ছে সাদিয়া তখন আগুনে পোড়া দগ্ধ শরীর নিয়ে বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। এ যেন আগুনে দগ্ধ সাদিয়ার প্রতিদিনের রুটিন। রংপুর বার্ন বিভাগের চিকিৎসকগণ জানিয়েছেন, সুস্থ ও স্বাভাবিক হতে সাদিয়ার স্ক্রিন সার্জারী করতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ২ লাখ টাকা। ইীলফামারীর সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া নবীনগরের দরিদ্র ময়না বেগমের নাতনী সাদিয়া (১০) জন্মের পরপরই হারায় মাকে। মাতৃস্নেহ থেকে বঞ্চিত সাদিয়া ছোটকাল হতেই দাদীর কোলেপিঠে চড়ে বড়। সাদিয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী। বছরের মাঝামাঝি সময়ে অসাবধানতাবশত ছোট্ট সাদিয়া চুলোর আগুনে দগ্ধ হয়। পুড়ে যায় সাদিয়ার শরীরের এক-তৃতীয়াংশ। ধীরে ধীরে সাদিয়ার শরীরে পোড়া ক্ষত শুকোতে শুরু করেছে কিন্তু কেটে যেতে শুরু করেনি সাদিয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তা। সাদিয়া অন্যসব শিশুর মতো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে চায়। সাদিয়ার স্বপ্ন একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। কিন্তু ছোট্ট সাদিয়ার সে স্বপ্ন অনিশ্চয়তার চাদরে ঢাকা। অর্থ অভাবে সাদিয়ার উন্নত চিকিৎসা প্রায় অনিশ্চিত। তার দরিদ্র দাদীর পক্ষে নাতনীর চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে কলিজার টুকরো নাতনীকে বাঁচাতে সমাজের দানশীল, হৃদয়বান, বিত্তবানদের সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
ময়না বেগম
হিসাব নং-১৯০২৩
বাংলাদেশ ইসলামী ব্যাংক
সৈয়দপুর শাখা, নীলফামারী।
মেবাইল : ০১৯২০০৭২৪০২




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ