Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোসেনপুরে অবৈধ যানে অদক্ষ চালকের দাপটে বাড়ছে ঝুঁকি

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কসহ উপজেলার সর্বত্র প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে চলছে নাম ঠিকানা বিহীন অবৈধ মানুষ মারার যান টমটম, নছিমন, ইজিবাইক, অটোবাইক, অটো রিস্কা। এসব গাড়ির ব্যাটারির পেটে যাচ্ছে বিদ্যুতের একটা বড় অংশ। ফলে এই শীতেও ব্যাহত হচ্ছে সেচ ও জনজীবন, বাড়ছে লোডশেডিং। সরজমিন অনুসন্ধানে জানা গেছে, উপজেলার পৌর সদরের সাটোর্ধ মুক্তিযোদ্ধা আতাউল করিম জেম পুরাবাড়ীয়া গ্রামের বারিক মিয়াসহ আরও অনেকে অটো চাপায় পঙ্গু হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ক্রাচে ভর দিয়ে দুর্বিষহ জীবন পার করছে। হোসেনপুর উপজেলায় আনুমানিক ৪ শতাধিক এসব অবৈধ যান চলাচল করছে। পূর্বে রিস্কা চালত অথবা যানবাহন চালানোর কোন অভিজ্ঞতা নেই এবং ট্রাফিক আইনের বিষয়ে সামান্যতম কোন সম্মুখ কোন ধারণা নেই, এমন অদক্ষ্য চালকরাই বিভিন্ন দেশিয় ওয়ার্কশপে তৈরি এসব লক্করÑজক্কর ও চায়না থেকে আনা যানগুলো চালাচ্ছে। কম টাকায় যাতায়াত করা যায় বলে নি¤œ আয়ের সব মানুষেই এসব যান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। নিয়ম অনুযায়ী শুধুমাত্র বিআরটি এর কর্তপক্ষের অনুমতিপ্রাপ্ত যানবাহনগুলোই মহাসড়ক ও সাধারণ সড়কে চলাচলের নিয়ম থাকলেও প্রশাসনের নাকের ডগায় প্রায় ৪ শতাধিক টমটম, নছিমন, ইজিবাইক, অটোবাইক, ব্যাটারি চালিত রিস্কা হোসেনপুরÑকিশোরগঞ্জ মহাসড়কসহ উপজেলা সদর থেকে হাজিপুর রোড, হোসেনপুর-নান্দাইল রোড, আশুতিয়া রোড হোসেনপুর-গফরগাঁও-মহাসড়ক, হাজিপুর-কিশোরগঞ্জ-তারাপাশা রোডসহ সবত্র এদের রাজত্ব। এসব গাড়ি রাখার কোন নির্ধারিত স্ট্যান্ড না থাকায় মূল সড়কে অবস্থান করেই যাত্রী উঠিয়ে চলাচল করছে। এতে করে রাস্তায় যানযটসহ জনসাধরনের চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে। এরা পৌরসদর বাজারের পশ্চিমপট্রি, বীজ গোডাউন, হাসপাতাল মোড়, কুড়িঘাট কলেজ মোড়, নতুন বাজার চৌরাস্তা ও পুরাতন বাসস্ট্যান্ডে মূল সড়কের উপর অস্থায়ী স্ট্যান্ড বানিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে এ ব্যবসা চালাচ্ছে। এ ব্যাপারে হোসেনপুর পাকুন্দিয়া জোনের ডিজিএম মো. আক্তার হোসেন লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করে জানান, বাণিজ্যিক মিটার ব্যবহারের কথা থাকলেও অনুমোদনহীন এসব যানের বিষয়ে কোন অভিযোগ না থাকায় তারা ব্যবস্থা নিতে পারছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ