Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধা মাঝে কম্বল বিতরণ

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : ‘এই শীতে এ্যাকটা কম্বল পাইছি হেইতেই খুশী’ এমনই আনন্দের অভিব্যক্ত আব্দুল আজিজ, কানন বালা, তাছলিমা বেগম, সালেহা বেগমসহ বেতাগী উপজেলার শীতার্ত মুক্তিযোদ্ধা, অসহায় বিধবা নারী, দুস্থ ও দরিদ্রদের মাঝে। জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রথম দফায় সরকারি সহায়তা হিসেবে ১ হাজার ৫০টি কম্বল উপজেলার বেতাগী পৌরসভা, বিবিচিনি, বেতাগী সদর, হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সড়িষামুড়ি ইউনিয়নের শীতার্ত মুক্তিযোদ্ধা, বিধবা নারী, দুস্থ ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযুদ্ধো সংসদের স্থানীয় কার্যালয় উপজেলা কমান্ডার আব্দুল ওয়াজেদ হাওলাদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মাহামুদুর রহমান প্রধান অতিথি হিসেবে  ২৫ জন মুক্তিযুদ্ধোর মধ্যে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন। এ সময় সাবেক পৌর মেয়র মুক্তিযুদ্ধো আবুল কাশেম, তৎকালীন সেনাবাহিনীর উপ-ল্যান্স নায়েক ও যুদ্ধকালীন কমান্ডার মো: মোতালেব সিকদার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন খান, পৌর কমান্ডার মোশারেফ হোসেন নসু, মোকামিয়া ইউনিয়ন কমান্ডার বাবু সুধীর রঞ্জন, বিবিচিনি ইউনিয়ন কমান্ডার আব্দুল খালেক মিনা ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ