Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সভাপতি নিয়োগ নিয়ে বিদ্যালয়ে বেতন-ভাতা বন্ধ

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ফুলপুর উপজেলার রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদের নিয়োগ নিয়ে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। জানা যায়, রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন গত ২ নভেম্বর পদত্যাগ করেন। প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সুত্রধরের নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আজিজ আকন্দ সভাপতির শূন্যপদ পূরণ করতে ১১ ডিসেম্বর বিদ্যালয় অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভা আহ্বান করেন। এর পরপরই একাডেমিক সুপার ভাইজার আবার সভার স্থান ও তারিখ পরিবর্তন করে ১২ ডিসেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সভা আহ্বান করতে বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সভাপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ভয়ভীতি ও জোর জুলুমের আশঙ্কা করে সদস্যরা অংশগ্রহণ থেকে বিরত থাকেন। পরে বিষয়টি সদস্যগণের সর্বসম্মত সিদ্ধান্তে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করে যথারীতি বিদ্যালয়ে সভা আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। এদিকে সভাপতির পদ শূন্য থাকায় ১৫ জন শিক্ষক কর্মচারী নভেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারেননি। এ ব্যাপারে কয়েকজন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য জানান, একটি কুচক্রী মহল দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে। বিদ্যালয়ের স্বার্থে স্থানীয়রা মেনে নিচ্ছে না। এবার তাদের হীন উদ্দেশ্য সফল করতে ক্ষমতাশীল দলের ফুলপুরস্থ এক প্রভাবশালী নেতাকে সভাপতি করতে চক্রান্ত চালাচ্ছে। প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সুত্রধর বলেন, এ নিয়ে চক্রান্তের বিষয় আমার জানা নেই। তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করছেন। উনার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ