Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

১৭ বছর পর আর্টসেল-এর তৃতীয় অ্যালবাম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

দেশের প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’ ১৭ বছর পর প্রকাশ করেছে তার তৃতীয় অ্যালবাম। শিরোনাম দেয়া হয়েছে ‘অতৃতীয়’ ইতোমধ্যে অ্যালবামের গানগুলো ‘গান’ অ্যাপে মুক্তি পেয়েছে। তাতে ব্যাপক সাড়া পাচ্ছে বলে জানিয়েছে আর্টসেল। আগামী ৯ মার্চ অ্যাপল মিউজিক, ¯েপাটিফাই, ইউটিউবেও আসবে অ্যালবামটি। ‘গান’ অ্যাপে অ্যালবামের পাঁচটি গান ও একটি ইন্সট্রুমেন্টাল ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ব্যাপক শ্রোতা-দর্শক অ্যালবামটি কিনছেন বলে জানিয়েছেন মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন। তিনি জানান, দেশের মানুষের অ্যাপ থেকে গান কিনে শোনার অভ্যাস কম। সিডি-ক্যাসেট কিনে গান শোনার যুগ নেই। এমন একটা সময়ে ৩০০ টাকা খরচ করে ব্যাপক সংখ্যক দর্শক আমাদের অ্যালবাম কিনছেন, এটা অভাবনীয়। মাত্র চার দিন হল অ্যালবামটা রিলিজ হয়েছে। সব মানুষ এখনও বিষয়টি জানে না। কনসেপ্টটাও নতুন। তারপরও ভক্তদের এই উন্মাদনা আনন্দের। অ্যাপে অ্যালবাম মুক্তির কারণ জানতে চাইলে আর্টসেলের পক্ষ থেকে বলা হয়, গান করাটা আর্টিস্টদের প্রফেশনের জায়গা। লাইভ শো ছাড়া তাদের আয়ের আর কোনো উপায় বর্তমানে নেই। গান অ্যাপ যখন আমাদের এই সুযোগটা দিল, আমরা সাদরে গ্রহণ করলাম। অ্যালবাম জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার আগে তাদের অ্যাপ থেকে কিনে নেওয়ার বিষয়টা ভক্তদের জন্যও দারুণ সুযোগ। কারণ যারা দেশের বাইরে থাকেন, তাদের খুব বেশি সুযোগ হয় না সরাসরি আমাদের গান শোনার। তারা জানান, ৯ মার্চ ইউটিউবে লিরিক্যাল ভিডিও মুক্তি দেওয়া হবে। ক্রমান্বয়ে মিউজিক ভিডিও আকারে মুক্তি দেওয়ার চিন্তা রয়েছে। অ্যালবামে বাক্স বন্দি, বিপ্রতীপ, স্মৃতির আয়না, অসমাপ্ত সান্ত¦না ও অতৃতীয় নামে পাঁচটি গান স্থান পেয়েছে। এছাড়া ‘প্রতীতি’ নামে একটি গানের ইন্সট্রুমেন্টাল ভার্সন রাখা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৯ সালের অক্টোবরে আর্টসেলের আত্মপ্রকাশ। ২০০২ ও ২০০৬ সালের তাদের ‘অন্য সময়’ ও ‘অনিকেত প্রান্তর’ নামে দুটি অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়া কয়েকটি মিশ্র অ্যালবামে অংশ নেয়। আর্টসেলের রিফ গিটার ও ভোকালে আছেন জর্জ লিংকন ডি কস্তা, বেজ গিটার সায়েফ আল নাজি সেজান, ড্রামস বাজান কাজী আশেকিন সাজু, লিড গিটারের পাশাপাশি অ্যালবাম প্রোডিউসারের দায়িত্বে আছেন ইকবাল আসিফ জুয়েল এবং লিড গিটারে আছেন কাজী ফয়সাল আহমেদ। ব্যান্ডের অন্য সময়, ভুল জন্ম, পথ চলা, এই বৃষ্টি ভেজা রাতে, দুঃখ বিলাস, কৃত্রিম মানুষ, ধূসর সময়, তোমাকে, গন্তব্যহীন, অনিকেত প্রান্তরসহ আর্টসেলের প্রায় সব গানই দর্শকপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ‘অনিকেত প্রান্তর’ গানটির দৈর্ঘ্য ছিল ১৬ মিনিট ২০ সেকেন্ড। নতুন অ্যালবামে এত দৈর্ঘ্যরে গান থাকছে কিনা এ প্রসঙ্গে ব্যান্ডটি জানায়, আর্টসেল যখন গান বানায়, গানটা কত মিনিট হবে, কত মিনিট বানাবে, এসব ভেবে করে না। গানের ক¤েপাজিশন ও বক্তব্য অনুযায়ী পরিপূর্ণতা পেতে যতদূর পর্যন্ত যায় আর্টসেল সেখানে গিয়েই থামে। আর্টসেল গানটাকে নিয়ন্ত্রণ করে না। তারা জানা, এবার সবচেয়ে বড় গানটি হচ্ছে ‘অতৃতীয়’। ১১ মিনিটের বেশি লম্বা হয়েছে। এ ক্ষেত্রেও যতক্ষণ পর্যন্ত গানটা নিজে নিজে পরিপূর্ণতা পায়নি, ততক্ষণ পর্যন্ত কাজ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ