Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেটেরিনারী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৫

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজে ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের হলে থাকাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আব্দুস সামাদ, শুভ, সুখান্ত, নিত্যানন্দ, সোহাগ তালুকদার, সেলিম, অনিক, সুজয়, সামাদুল, সুমনসহ ১৫ জন।  পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার কলেজে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল। এই পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের অনেকেই দূর-দূরান্ত থেকে ইতোমধ্যে কলেজে পৌঁছায়। তাদেরকে কলেজ হোস্টেলে থাকার জায়গা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে গভীর রাতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরীক্ষার্থী শিক্ষার্থীদের হলে থাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ জানান, এটি ছাত্রলীগের কোন ঘটনা নয়। ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে।  ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আতাউর রহমান মুকুল জানান, হাসপাতালে ভর্তি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুই জামায়াতকর্মীসহ গ্রেফতার ৫৩
ঝিনাইদহে বিশেষ অভিযানে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মী রয়েছে। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা পুেিশর মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ মোবাইলে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, জেলাব্যাপী অবৈধ অস্ত্রের ব্যবহার, অপরাধমূলক কর্মকা- ও আইনশৃঙ্খলার পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ২ জামায়াতকর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা ও পরোয়ানা রয়েছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ