রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকে সংঘর্ষে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার পৌনে বারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্নী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে নওগার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক কোন সিগন্যাল না দিয়ে হঠাৎ মহাসড়কে উঠে গেলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মির্জাপুর গোড়াই হাইওয়ে ও থানা পুলিশ গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা সোয়া বারোটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আহত যাত্রীদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।