Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার, হোতা পলাতক

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞান পার্টির সদস্য সেলিম (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে মূল হোতা রাশেদ পালিয়েছে। বৃহস্পতিবার রাতে সৈয়দপুর শহরের শিংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সেলিম তার বন্ধু রাশেদকে নিয়ে রংপুরের তারাগঞ্জ দোয়ালীপাড়া থেকে বোনের বাসা সৈয়দপুরে আসে। রাতে দুধের সাথে অজ্ঞান করা ওষুধ মিশিয়ে খাইয়ে দিলে বাড়ির সবাই অজ্ঞান হয়ে পড়ে। ওই সুযোগে শোকেসে থাকা ব্যবসায়িক কাজের ১ লাখ ২০ হাজার টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণের গহনা, ২টি মোবাইল সেট নিয়ে মুল হোতা রাশেদ সটকে পড়ে। পরদিন যখন বাড়ির লোকজন কেউ জেগে উঠছে না তখন আশপাশের লোকজন এসে অজ্ঞান অবস্থায় রুবেল, রোজিনা, মোরসালিনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। সেলিমকে মোটা অংকের বিনিময়ে সৈয়দপুর থানা থেকে ছাড়িয়া নেওয়ার জন্য এলাকার প্রভাবশালীরা তদবির চালাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ বিষয়ে বাড়ির মালিক নুর রাজ্জাক বাদী হয়ে সৈয়দপুর থানায় অভিযোগ দিলে থানা পুলিশ সেলিম নামে একজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত পলাতক ব্যক্তিকেও গ্রেফতার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ