রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামের দোকানী মোঃ সুলতান খানের খড়ের গাদায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ এবং নতুন বাসনো দু’টি বৈদ্যুতিক খুঁিট উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সুলতান খান রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলার ঘটনায় স্থানীয়রা ঝালকাঠি পল্লী বিদ্যুতের জিএম ও ইউএনও কাছে অভিযোগ করেছেন। সুলতান হোসেন, আবুল হোসেন, মুনসুর আলি ও সিদ্দিকুর রহমান অভিযোগ করে জানান, গত মঙ্গলবার রাতে খড়ের গাদায় কে বা কাহারা অগ্নিসংযোগ করেছে তা জানি না। তবে আগুনে সম্পুর্ণ খড় পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় বেলায়েত হাওলাদারের ছেলে সিঙ্গাপুর প্রবাসী স¤্রাট হাওলাদার ও শাহ আলম তালুকদারের ছেলে শিপনসহ ১০/১২ জনে পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন সময় খুন জখমের হুমকি দিয়ে আসছে। এর আগে ওই খড়ের গাদার সংলগ্ন ইটের রাস্তার বিপরীত পাশের সরকারি জমিতে সুলতান ও আবুল হোসেনসহ এলাকার ১৫টি পরিবারে নতুন বিদ্যুত সংযোগ দেয়ার জন্য পল্লী বিদ্যুত সমিতি খুঁটি পোতেন। কিন্তু বিদ্যুত সংযোগ দিতে স্থানীয় বেলায়েত হাওলাদারের ছেলে সিঙ্গাপুর প্রবাসী স¤্রাট ও শাহ আলম তালুকদারের ছেলে শিপনসহ ১০/১২ জনে বিদ্যুত প্রত্যাশীদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় গত ২০ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর দুটি পিলার উপড়ে ফেলেছে বলে স্থানীয় ফারুক, মুনসুর ও এনায়েত খানসহ ১০/১২ জনে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ঝালকাঠি পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজারের কাছে পৃথক অভিযোগ করেন। অভিযুক্ত স¤্রাট হাওলাদার সকল অভিযোগ অ¯ী^কার জানান, পল্লী বিদ্যুত তাদের জমিতে পিলার পুঁতেছিল। বিদ্যুতের লাইনে রোপা গাছের ক্ষতি হবে। তাই তাদের জমিতে পিলার না বসাতে পল্লী বিদ্যুত অফিসে দরখাস্ত করেছি। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।