Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগদানের ৩ বছর পর নুসরাত ফারিয়ার বিচ্ছেদের ঘোষণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১০:০৭ এএম

দীর্ঘদিন প্রেমের পর রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া। তবে নায়িকার সেই বিয়ে ভেঙে গেছে। বাগদানের প্রায় তিন বছর পর সেই সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুধবার (১ মার্চ) দুপুরে এই ঘোষণা দেন ফারিয়া।

বুধবার (১ মার্চ) এক ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি।’

তবে রনির সঙ্গে ফারিয়ার বিচ্ছেদের খবর পুরনো। এর আগে ফারিয়া বলেছিলেন, ‘এই বিয়েটা আর হচ্ছে না! আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুট করে কোনো কিছু করা ঠিক না।’

সাত বছর প্রেমের পর ২০২০ সালের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন ফারিয়া। এরপর ওই বছরের ৮ জুন এক ফেসবুক স্ট্যাটাসে তথ্যটি নিশ্চিত করেন ফারিয়া। সেই ফেসবুক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম ২০২০ সালের মার্চে পরিপূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।’

এদিকে কয়েক মাস আগে নুসরাত ফারিয়া শেষ করেছেন টালিউডের সিনেমা ‘আবার বিবাহ অভিযান’-এর শুটিং। এতে তার সঙ্গে আছেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার ও সৌরভ দাস। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ সম্প্রতি মোশন পোস্টার প্রকাশ করে জানিয়েছে, আগামী মার্চেই মুক্তি পাবে ‘আবার বিবাহ অভিযান’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ