Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে অনিয়ম দুর্নীতির অভিযোগ সুন্দরগঞ্জ ও ফুলছড়ির তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে অনিয়ম, দুর্নীতি, নির্বাচনী আইন বহির্ভুত কার্যক্রম সংগঠিত হওয়ায় তিনটি কেন্দ্রের ভোটের ফলাফল প্রত্যাখান ও পুনঃরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. সৈয়দ-শামস-উল-আলম হিরু (তালগাছ)। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উলেখ করা হয়, সুন্দরগঞ্জ উপজেলা সদর ও বাজারপাড়া উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে সীমানার বাইরে আওয়ামী লীগ দলীয় নির্বাচনী অফিস প্রশাসনের লোকজন ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। সেইসাথে প্রশাসনের সহযোগিতায় পরিকল্পিতভাবে পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করে তাদেরকে বুথ থেকে বের করে দেয় প্রতিদ্ব›দ্বী ঘোড়া প্রতীক সমর্থক ক্যাডার বাহিনী।
এ ছাড়া প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা দেয়ার পর ফুলছড়ি উপজেলার ভোট কেন্দ্রের ভোট গণনা না করে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ও রোমানের নেতৃত্বে কতিপয় বহিরাগত লোকজন তালগাছ প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দিয়ে ওই কেন্দ্রের ভ‚য়া মনগড়া তথ্য সম্বলিত ভোটের ফলাফল প্রকাশ করে। অপরদিকে পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নে ভোটার তালিকায় নিয়ম বহির্ভূতভাবে তালিকাভূক্ত হলেও একই কারণে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নের ভোটার তালিকাভূক্ত না করে ভোট গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, রনজিৎ বকসী সূর্য্য, মো. পিয়ারুল ইসলাম, এমারুল ইসলাম সাবিন, মো. মাসুদ রানা, শাহরিয়ার খান বিপব, অ্যাড. আব্দুল জলিল আকন্দ, সৈয়দ রেজওয়ান, অ্যাড. নিরঞ্জন ঘোষ, নির্বানেন্দু বর্মণ ভাইয়া, তাহমিদুর রহমান সিজু, আব্দুল লতিফ মন্ডল, শাহরিয়ার আহমেদ শাকিল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাইবান্ধা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ