Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট পর্দার আফরান নিশোর বড় পর্দায় অভিষেক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশোর। তার প্রথম সিনেমার নাম ‘সুড়ঙ্গ’। এটি নির্মাণ করছেন রায়হান রাফি। ওনলাইন প্ল্যাটফর্ম চরকি ও আলফা আই স্টুডিওজ লি: -এর যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমায় নিশোর নায়িকা তমা মির্জা। গত মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, চরকি কথা দিয়েছিল ১২ মাসে ১২ সিনেমা দর্শককে উপহার দিবে। এবার চরকি সিনেমা হলে দর্শককে নতুন কিছু উপহার দিবে। সেই পরিকল্পনা থেকেই আমাদের উদ্যেগ নেয়া, এগিয়া আসা। অভিনেতা আফরান নিশো বলেন, সব সময়ই ইচ্ছা ছিল বড়পর্দায় কাজ করবো। সময় ও সুযোগের সমন্বয় করাটা কঠিন ছিল। অবশেষে একটি ভাল সিনেমা দিয়ে শুরু করতে পারছি। সিনেমাটির টিমের সবাই পরিশ্রমী। ফলে আশা করছি, একটি ভাল সিনেমা হবে। পরিচালক রায়হান রাফী বলেন, সুড়ঙ্গ আমার অনেক পছন্দের একটা গল্প। অনেকদিন আগে থেকেই এই গল্পটা আমি বানাতে চেয়েছি। তবে গল্পটা বানানোর কিছু সীমাবদ্ধতা ছিল। কিছু কিছু গল্প শুধুমাত্র পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়। ভালো প্রযোজকের দরকার হয়। আমি খুব ভাগ্যবান, আমি দুজন প্রডিউসার পেয়েছি। খুব শীগ্রই সুড়ঙ্গের শুটিং শুরু করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ