প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘হ্যালো’ গানের জন্য খ্যাত কানাডীয় গায়িকা অ্যাডেলের (৩৪) সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমিক রিচ পলের (৪১) বাগদান সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে গায়িকা ও তার স্পোর্টস এজেন্ট প্রেমিকের বিয়ে আসছে গ্রীষ্মে অনুষ্ঠিত হবে। বেশ কিছুটা সময় ডেট করার পর বছর দুয়েক আগে তারা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তাদের বাগদানের আগে গত সপ্তাহান্তে তার লাস ভেগাসের কনসার্টে অ্যাডেলের অনামিকায় বিশাল এক হীরা বসানো আংটি দেখা যায়। তখন থেকেই সম্ভাব্য বাগদান নিয়ে জল্পনাকল্পনা চলছিল। এই একই আংটি অ্যাডেল প্রায় এক বছর ধরে পরে আসছিলেন। ২০২২-এর ব্রিট অ্যাওয়ার্ডস থেকে তার অনামিকায় এই আংটি নজরে পড়ছিল। তবে এই কিছুদিন আগে তার বাগদান হয়েছে এবং বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আসছে গ্রীষ্মেই তাদের বিয়ে হবে। মিরর জানিয়েছে, গসিপ সাইট দু মোয়া তাদের বাগদানের খবরটি প্রথমে প্রকাশ করে। সাইটটি জানায় অ্যাডেলের ঘনিষ্ঠ একটি নিভর্রযোগ্য সূত্র থেকে এই তথ্য জানা গেছে। ফেব্রুয়ারির শুরুতে রিচ পল এবং অ্যাডেলকে একসঙ্গে সুপারবোলে দেখা গেছে। গত মে মাসে অ্যাডেল জানান তারা এক বাসায় বসবাস করছেন। সেই সময় তিনি ৬ কোটি অনুসারীর জন্য একটি ছবিও শেয়ার করেন ইনস্টাগ্রামে, যাতে তাকে একটি বিশাল সাদা বাড়ির সামনে চাবি হাতে দেখা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।