Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে পরিচয় গোপন করেও শেষ রক্ষা হলো না সাজাপ্রাপ্ত দু’জনের

নোয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ৫:৪২ পিএম

নোয়াখালীর সেনবাগে ছয় মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১ মার্চ) ভোরে কাজিরখিল ও ডুমুরুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, কাজিরখিল গ্রামের মৃত সিরাজ উল্যাহর ছেলে ছানা উল্যাহ ও ডুমুরুয়া গ্রামের মৃত আবদুল মুনাফের ছেলে মো. মনসুর আলী। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ইনকিলাবকে বলেন, সাজা ঘোষণার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পরিচয় গোপন করে বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন। তাদের বাড়ি আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ