Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ৫ পদে বিজয়ী

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৮ পিএম

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ্যাডভোকেট মোঃ ইউনুস আলী মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ জাকির হোসেন মঞ্জু মৃধা নির্বাচীত হয়েছেন। এ ছাড়াও সহ সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম রকি, লাইব্রেরি সম্পাদক পদে এডভোকেট মোঃ আনোয়ার হোসাইন এবং সদস্য পদে এডভোকেট মোঃ তারিকুল ইসলাম শামীম নির্বাচীত হয়েছেন ।
এ এছাড়াও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মনোনীত সহসভাপতি পদে এডভোকেট আবদুস সালাম, সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ফেরদৌস আরা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ শাহিন আলম, সদস্য পদে এডভোকেট আবু তালেব রাসেল নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য নির্বাচনে ৪৬৭ জন ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ