Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিশ্চিত হওয়ার আগেই সিনেমা হলে পাঠানের পোস্টার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশে বলিউডের সিনেমা আমদানির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার আগেই ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে আগামী ৩ মার্চ পাঠান মুক্তি পাচ্ছে এমন ঘোষণা দিয়ে বাংলায় ছাপানো পোস্টার লাগানো হয়েছে। পোস্টার ছাপানো বিষয়ে ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন,সিনেমার প্রচারণার জন্য পোস্টার নিজেরা লাগিয়েছি। দৈনিক দর্শক এসে জানতে চায় ‘পাঠান’ কবে রিলিজ হবে। ৩ মার্চ মুক্তি পাবে এ খবর জেনেছি। গ্রিন সিগন্যাল পেয়ে পোস্টার লাগিয়ে রেখেছি। এদিকে, বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস বলেন, পাঠান মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার যদি অনুমতি দেয় তাহলে হিন্দি সিনেমা চলবে। তবে আমাদের পক্ষ থেকে কোনো হলকে এ সিনেমা আসছে এমন নিশ্চয়তা দিইনি। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ স¤পাদক আওলাদ হোসেন উজ্জ্বলও জানান, হল মালিকদের সংগঠনের কাছ থেকে ৩ মার্চ পাঠান মুক্তি পাবে এমন কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। তিনি বলেন, এখনও কোনো নিশ্চিত বার্তা আমরা পাইনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ যেহেতু ১৯ সংগঠনকে আশ্বস্ত করেছেন, তাই আশা করছি, শিঘ্রই অনুমোদন পেয়ে যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ