প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ অভিনয় ছেড়ে দিয়েছেন। কোনদিনই আর নাটক-সিনেমায় দেখা যাবে না তাকে। এ কথা ঘোষণার পর থেকেই খানিক মনমরা তার ভক্তরা। তাঁর আচমকা এমন সিদ্ধান্ত কেন, এ ব্যাপারে সকলেই ভাবতে শুরু করেছেন। জানা গিয়েছে, ধর্মীয় জীবনযাপনের জন্য চলচ্চিত্র জগৎ থেকে একেবারে নিজেকে সরিয়ে নিতে চাইছেন অভিনেত্রী। ইবাদতের মধ্যে দিয়েই জীবন কাটাবেন তিনি। তিনি ভেবে-চিন্তেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন আনুম ফায়াজ। সেখান থেকে বিদায় নেওয়ার পর সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘এই কথাটা লেখা আমার জন্য সত্যিই কঠিন। আপনারা দীর্ঘদিন আমার কেরিয়ারের পূর্ণ সমর্থন করে এসেছেন। কিন্তু এখন থেকে আমি সেই দুনিয়া পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীকে পর্দায় কম দেখা যাচ্ছিল। পোশাক-পরিচ্ছদেও পরিবর্তন আসে। ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তিনি। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। আসলে টেলিভিশন বা চলচ্চিত্রের রঙিন পর্দা সরিয়ে বেরিয়ে আসাটা সত্যিই কঠিন বিষয়। দীর্ঘদিন পর্দায় দাপিয়ে বেড়ানোর পর এতটা সফল জায়গা ছেড়ে বেরিয়ে আসাটা কি এতটাই সহজ ছিল অভিনেত্রীর জন্য? অভিনেত্রীর এই সিদ্ধান্ত সোশাল মিডিয়ায় পোস্ট করতেই ভক্তেরা নানা প্রশ্ন তুলতে থাকেন। পছন্দের অভিনেত্রীর এমন সিদ্ধান্ত যে কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।