Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে জেনারেল ভূঁইয়া দৃষ্টিনন্দন পার্ক

সেলিম আহমেদ, দাউদকান্দি (কুমিল্লা) থেকে | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে জেনারেল ভূঁইয়া পার্ক অভাবনীয় প্রাপ্তি বলে অভিমত ব্যক্ত করেছেন গৌরীপুর ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা নোমান সরকার। গৌরীপুর ইউপি কমপ্লেক্সের সামনে সরকারি পুকুরটি অস্বাস্থ্যকর ও পরিবেশে দূষণের পর এখানে স্বাস্থ্যসম্মত একটি নান্দনিক পার্ক দৃশ্যমান করার মূল কারিগর চেয়ারম্যান মো. নোমান সরকার। এখানে সরকারি ৯৪ শতক জমিতে প্রায় তিন কোটি টাকার বিনিময়ে জেনারেল ভূঁইয়ার দৃষ্টিনন্দন পার্কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
চেয়ারম্যান নোমান সরকার মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া এমপি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসানের সাথে আলাপ আলোচনা করে পার্কের নামকরণ জেনারেল ভূঁইয়া পার্ক প্রস্তাব করেন। তার প্রস্তাবিত পার্ক আজ দৃশ্যমান যা এলাকাবাসীর কাছে একদিন কল্পনাতীত ছিল। রুচি চিন্তা চেতনা ও আধুনিকতায় এক ধাপ এগিয়ে আজকের গৌরীপুর বাজার। চেয়ারম্যান নোমান সরকার বলেন, ইতোমধ্যে পার্কের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। পূর্ণাঙ্গ কাজ শেষ হবার পর খুলে দেয়া হবে জনসাধারণের বিনোদনের জন্য। এছাড়া চেয়ারম্যান নোমানের অক্লান্ত পরিশ্রমে বাজারে বিভিন্ন গলি পাকাকরণ এবং ড্রেনেজ ব্যবস্থা জোরদার করে পানিবদ্ধতার হ্রাসে চমৎকার উদ্যোগে ও বাস্তবায়ন করে যাচ্ছেন। নোমান সরকার ইউনিয়ন ভবন আধুনিকরণ এবং পুরাতন ভবন ভেঙে উন্নয়ন কার্যক্রম চলমান রেখে অন্যান্য দৃষ্টিতে স্থাপন করে যাচ্ছেন। নোমান সরকার গৌরীপুর বাজারে আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখেছেন সব মিলিয়ে বদলে গেছে গৌরীপুর বাজারসহ গৌরীপুর ইউনিয়ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ