Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনায়েতপুরে ওরস শুরু আজ

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক, ওলিয়ে-কামেল সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজাবাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.)’র ওরস-২০২৩ আজ ১ মার্চ বুধবার হতে শুরু হচ্ছে। আজ বাদ জোহর সাজ্জাদ্দানিশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার হাত ধরে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর সত্য তরিকার ‘আল্লাহু আকবার’ আরবি হরফে লেখা ঝান্ডা (নিশান) সুউচ্চ টাওয়ারে ওড়িয়ে ১০৮তম ৩দিনব্যাপী বাৎসরিক ওরসের ধর্মীয় সমাবেশ শুরু হবে। পুরো দরবার নানা ফুলের সৌরবে সাজানো হয়েছে। এতে ভারতের আসাম, এ দেশিয় বসবাসরত ইউরোপ, মধ্যপ্রাচ্য অন্যান্য দেশসহ দেশের লাখ লাখ মুসুল্লীরা অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। দেশের বৃহৎ ধর্মীয় এই সমাবেশ সফল করতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতা করছে। দরবার শরীফ কর্তৃপক্ষ আগত লাখ-লাখ ভক্ত এবং সকল মুসুল্লীদের থাকা-খাওয়া, ওজু গোসলসহ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে গ্রহণ করেছে সকল ব্যবস্থা। এছাড়া জেলা পুলিশের পাশাপাশি বিশেষ নিরাপত্তায় দরবারের প্রশিক্ষিত হাজারো মোজাদ্দেদিয়া আনসার নিয়োজিত থাকবে। এদিকে ওরস শরীফের আয়োজন বর্ণাঢ্য করতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এনায়েতপুর-সিরাজগঞ্জ ২০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে সুবিশাল দৃষ্টিনন্দন তোরণ ও আড়াই কিলোমিটার জুড়ে আলোকসজ্জা।
আগামী ৩ মার্চ শুক্রবার সকাল ৯টায় দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে এবারের ঐতিহ্যের এই ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্ত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ